ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৪, নভেম্বর ৬, ২০২১
কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মো. আছকর বক্স (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে উপজেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বালিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছকর বখস উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের মৃত এলাহী বখসের ছেলে।

জানা যায়, শুক্রবার সকালে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হলে কমলগঞ্জ-শ্রীমঙ্গল রাস্তা পারাপারের সময়ে দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি মারা যান।  

নিহতের ছোট ভাই হায়দর বখস ও স্থানীয় ইউপি সদস্য সুরমান মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।