ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

জ্বালানির মূল্যবৃদ্ধি জনজীবনে সঙ্কট বাড়াবে: ওয়ার্কার্স পার্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, নভেম্বর ৫, ২০২১
জ্বালানির মূল্যবৃদ্ধি জনজীবনে সঙ্কট বাড়াবে: ওয়ার্কার্স পার্টি

ঢাকা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য গভীর সঙ্কট তৈরি করবে বলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

শুক্রবার (৫ নভেম্বর) সংগঠনটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে এ কথা বলেন।

 

বিবৃতিতে তারা আকস্মিক ঘোষণায় জ্বালানি তেলের মূল্য বাড়ানোকে অবিবেচনা প্রসূত ও অমূলক বলে তা প্রত্যাহারের দাবি জানান।  

তারা বলেন, এমনিতেই বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেক চড়া, তার মধ্যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের ব্যয় নির্বাহে যে চাপ তৈরি করবে, তা হবে মরার ওপর খাঁড়ার ঘায়ের মত। করোনা অতিমারির অভিঘাতে মানুয়ের আয় অনেক কমে গেছে। সমীক্ষা মতে নতুন দরিদ্রের সংখ্যা ৩ কোটি ২৪ লাখ। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা অনেক হ্রাস পেয়েছে। এখন নতুন করে জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্য মূল্য বাড়বে, পরিবহন ব্যয় বাড়বে। ফলে ব্যয় নির্বাহে সাধারণ মানুষের জন্য গভীর সঙ্কট তৈরি করবে।

নেতৃদ্বয় বলেন, জ্বালানি তেলের ওপর আরোপিত বর্তমান শুল্ক হার কমিয়ে এই মূল্য বৃদ্ধি এড়ানো যেতো। সরকার বিভিন্ন সময়ে বিশ্ববাজারের দোহাই দিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ালেও বিশ্ববাজারে যখন কমেছিল তখন দেশে তারা কমায়নি বা সমন্বয় করেনি। এখন আবার বিশ্ববাজারের দোহাই দিয়ে জ্বালানি মূল্য বাড়ালো, যা মোটেও গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ সময়:১৪৩০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
আরকেআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।