ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

নওগাঁয় ধর্মঘটে ভাড়া দ্বিগুণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, নভেম্বর ৫, ২০২১
নওগাঁয় ধর্মঘটে ভাড়া দ্বিগুণ ছবি: বাংলানিউজ

নওগাঁ: ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে সারাদেশের ন্যায় নওগাঁয়েও পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়।

সকাল থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এবং ঢাকা বাসস্ট্যান্ড ঘুরে রাস্তায় কোনো বাস দেখা যায়নি। । রিকশা, অটোরিকশা এবং ছোট যানবাহন চলছে। ফলে সুযোগটি নিচ্ছে ছোট যানবাহন চালকরা। ভাড়া নিচ্ছে স্বাভাবিক সময়ের চেয়েও দ্বিগুণ।

ভাড়া বৃদ্ধির ব্যাপারে কথা হয় অটোরিকশা চালক মতিউর রহমানের সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, বাস চলছে না এজন্য ভাড়া বেশি। এরপর অনেক অটোরিকশা ভয়ে রোডে নামায়নি চালকরা। সব মিলিয়ে ভাড়া কিছুটা বেশি নিতে হচ্ছে।

নওগাঁ থেকে রাজশাহী রুটের যাত্রী মোমেনুল হক বাংলানিউজকে বলেন, জরুরি কাজে সকালে রাজশাহী যাওয়ার জন্য বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এসেছি। বাস বন্ধ এজন্য অটোতে করে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। এতে ভাড়াও বেশি গুণতে হচ্ছে। অন্যদিকে সময়ও লাগছে অনেক। আমাদের দেশ কিভাবে চলছে, এটা মনে হয় সরকারের মাথায় নেই।

এ বিষয়ে জানতে পরিবহন মালিক এবং শ্রমিক নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মোবাইল ফোনে বাংলানিউজকে বলেন, বাংলাদেশের ইতিহাসে একবারে তেলের দাম ১৫ টাকা কোনোদিন বাড়েনি। এটা মেনে নেওয়া আমাদের পক্ষে অসম্ভব। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জেলার সকল পরিবহন বন্ধ রয়েছে। এ সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।