ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

নেছারাবাদে মাদকসহ দুই বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, অক্টোবর ১৫, ২০২১
নেছারাবাদে মাদকসহ দুই বিক্রেতা আটক

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে ক্রিস্টাল মেথ আইস ও ২শ পিস ইয়াবাসহ সুব্রত শিয়ালী (২১) ও বাবুল মীর (৫০) নামে দুই বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ অক্টোবর) তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুব্রত শিয়ালী জেলার কাউখালী উপজেলার চিড়াপাড়া পাড়সাতুরিয়া ইউনিয়নের কেশরতা গ্রামের নির্মল শিয়ালীর ছেলে এবং বাবুল মীর উপজেলার একই ইউনিয়নের নিলতি গ্রামের আমজাদ মীরের ছেলে।

নেছারাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন   জানান, উপজেলার উত্তর জগন্নাথকাঠীর মিন্টু হাওলাদারের চায়ের দোকানের সামনে মাদক বেচাকেনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি করে ওই মাদক উদ্ধার করা হয়। এ ব্যাপারে
তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।