ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

যাত্রাবাড়ীতে মাদক কারবারি আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, অক্টোবর ১৫, ২০২১
যাত্রাবাড়ীতে মাদক কারবারি আটক 

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ফেনসিডিলসহ মো. আইয়ুব রহমান (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।  

শুক্রবার (১৫ অক্টোবর) ভোরে রাজধানী যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

অভিজানে একটি প্রাইভেটকার, ৫৯৭ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৪০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন ধরেই তিনি যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।
তার নামে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
এসজেএ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।