ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

‘সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, অক্টোবর ১৫, ২০২১
‘সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে’ ‘সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে’

সিলেট: সিলেট অঞ্চলে নানা ধর্মের মানুষের একত্রে বসবাসের ঐতিহ্য বহুকালের। এ ধারা অব্যাহত রাখতে সবাই একযোগে কাজ করতে হবে।

সকলের প্রচেষ্ঠায় ধর্মীয় সম্প্রীতির নগর সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে শারদীয় দুর্গা পূজায় নগরের রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

মেয়র বলেন, দেশের উত্তরপূর্বাঞ্চলীয় সিলেটে আধ্যাত্মিক মহাপুরুষদের কারণে পূণ্যভূমির মর্যাদায় খ্যাত বিশ্বব্যাপী। সাম্প্রদায়িক সম্প্রীতি আর নানা জাতি গোষ্ঠির ধর্মীয় সম্প্রদায়ের একত্র বসবাস সিলেটকে আলাদা অবস্থানে নিয়ে গেছে।

সিসিক মেয়র বলেন, সকল ধর্মের মানুষের ধর্মীয় আচারানুষ্ঠান, উৎসব পালনে সিলেটবাসী একে অন্যের পাশাপাশি থাকার রেওয়াজ রয়েছে। সিলেটে ধর্মীয় সম্প্রীতির এ বন্ধন অটুট থাকবে সকলের সহযোগিতায়।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার আয়োজন নির্বিঘ্নে করতে সিসিকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
এনইউ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।