ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে গার্মেন্টসের গোডাউনে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৮, অক্টোবর ১৫, ২০২১
নারায়ণগঞ্জে গার্মেন্টসের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়ায় একটি গার্মেন্টসের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দিনগত রাত ১ টায় উকিলপাড়া গ্রামীণ মিষ্টান্ন ভাণ্ডারের পেছনের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, এ ভবনটির মালিক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু। তবে গোডাউনটি তিনি ব্যবহার করতেন না ভাড়া চলছিলো তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মন্ডলপাড়া স্টেশনের ফায়ারম্যান সাদেকুর জানান, খবর পেয়ে ৩ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ডাম্পিং শেষ। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৮০৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।