ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

পানিতে ডুবে প্রাণ গেল ২ বোনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, অক্টোবর ১৪, ২০২১
পানিতে ডুবে প্রাণ গেল ২ বোনের প্রতীকী ছবি।

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার মন্মথপুর ইউনিয়নের ফ্যাক্টরি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মেহেবুবা (৬) ও মাহাবুবা (৭)। তারা ওই গ্রামের মিজানুর রহমান ও হাফিজুল ইসলামের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ইমাম জাফর বাংলানিউজকে বলেন, বিকেলে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় দুই বোন। তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যায় পুকুরে মরদেহ ভেসে উঠলে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে।

ওসি আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই বোনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।