ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

স্বাভাবিক হচ্ছে সিরাজগঞ্জের মহাসড়ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, অক্টোবর ১৪, ২০২১
স্বাভাবিক হচ্ছে সিরাজগঞ্জের মহাসড়ক

সিরাজগঞ্জ: টানা দুদিন ভয়াবহ যানজটের পর কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ সিরাজগঞ্জের সব মহাসড়ক। তবে এখনও বেশ কিছু স্থানে ধীরগতি রয়েছে।

সন্ধ্যার মধ্যে পুরো মহাসড়ক স্বাভাবিক হবে বলে দাবী কহাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটার পর নলকা সেতুর সংস্কার কাজ শেষ হওয়ার পর দুটি লেনই চালু হয়। এরপর থেকে যানজট কমতে শুরু করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নলকা সেতুর কাজ শেষ হয়েছে। এখন উভয় লেনে যানবাহন চলাচল করায় ধীরে ধীরে গাড়ির চাপ কমতে শুরু করেছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বিকেল সাড়ে তিনটার দিকে বাংলানিউজকে বলেন, এখনও গাড়িগুলো ধীরগতি রয়েছে। তবে কোথাও থেমে নেই। আশা করছি সন্ধ্যার মধ্য সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে এ মহাসড়ক।

উল্লেখ্য, নলকা সেতুতে সংস্কারকাজ চলমান থাকায় বুধবার (১৩ অক্টোবর) সকাল থেকে যানজট শুরু হয়। রাতভর তীব্র যানজটের রেশ ধরে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ গোলচত্বর থেকে শুরু করে হাটিকুমরুল গোলচত্বর, হাটিকুমরুল-নাটোর রুটের নাঈমুড়ী ও হাটিকুমরুল-বগুড়া রুটের ভুইয়াগাঁতী পর্যন্ত প্রায় ৪৫  কিলোমিটারে যানজট ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘন্টা, অক্টোবর ১৪, ২০২১
স্বপন চন্দ্র দাস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।