ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

২১ মাসে ফরিদপুরে ৫৮৪ শিশু নির্যাতন! 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, অক্টোবর ১৪, ২০২১
২১ মাসে ফরিদপুরে ৫৮৪ শিশু নির্যাতন!  প্রতীকী ছবি

ফরিদপুর: বাল্যবিয়ে ও শিশু নির্যাতন বন্ধে ফরিদপুরে সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আয়োজনে করে ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্সের (এনসিটিএফ)।

এ সময় এনসিটিএফ ফরিদপুর শাখার সাধারণ সম্পাদক ফাইয়াজ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফসা বিনতে হায়দার, শিশু গবেষক আব্দুল্লাহ ছাড়াও ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  
 


সম্মেলনে হাফসা বিনতে হায়দার লিখিত বক্তব্যে বলেন, গত ২১ মাসে ফরিদপুরে ৫৮৪ শিশু বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। এসব শিশুদের নির্যাতন ও বাল্যবিয়ের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।