ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, ফেব্রুয়ারি ১৭, ২০২১
মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় পলাশ (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সরস্বতীপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ সদর উপজেলার চকমুক্তার দয়ালের মোড় এলাকার আইয়ুব আলীর ছেলে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, দুপুরে কলেজ থেকে বাড়ি ফিরছিরেন পলাশ। পথে সরস্বতীপুর মোড়ে একটি ট্রাক পলাশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।