ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

বাসে অজ্ঞান পার্টির খপ্পরে সবজি ব্যবসায়ী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, ফেব্রুয়ারি ১৬, ২০২১
বাসে অজ্ঞান পার্টির খপ্পরে সবজি ব্যবসায়ী 

সাতক্ষীরা: বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন লোকমান (৩২) নামে এক সবজি ব্যবসায়ী। সাতক্ষীরার কলারোয়ায় বাস থেকে ফরিদপুরের এ ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে যশোরের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলার বাঘ নামে একটি বাস থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷

লোকমান ফরিদপুর সদর থানার চর দুর্গাপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক শাহিনুর রহমান ও সেলিম খান জানান, লোকমান বাসের পেছনের সিটে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তাকে এ অবস্থায় দেখে বাসের চালক ও হেলপারকে বিষয়টি জানানো হয়। পরে তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার তানজিলা জানান, লোকমানকে চেতনানাশক ওষুধের মাধ্যমে অচেতন করা হয়েছে৷ তার চিকিৎসা চলছে।
 
বাসের কন্ডাক্টর আনিসুর বলেন, ওই ব্যক্তি সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে যশোরে যাবেন বলে উঠেছিলেন৷ তার পাসে দু’জন লোক বসেছিলেন৷ তবে তারা মাধবকাটি বাসস্ট্যান্ডে নেমে যান৷ পরে দেখি, লোকমান অচেতন অবস্থায় পড়ে আছেন।  

ব্যবসায়ী লোকমানের চাচা শ্বশুর সেকেন্দার মোল্লা জানান, লোকমান যশোর, সাতক্ষীরা ও খুলনা অঞ্চলে সবজির ব্যবসা করেন। ব্যবসার কাজেই সোমবার বাড়ি থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন তিনি।

এদিকে, তাকে উদ্ধারকারীরা ট্রিপল নাইনে ফোন দিলে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ