ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

‘বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, ফেব্রুয়ারি ১৬, ২০২১
‘বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না’ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ অন্যরা

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর খুনের সঙ্গে যারা জড়িত তাদের কেউ আইনের বাইরে যেতে পারবে না। যারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে জড়িত ছিল তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

আমরা সেই নৈতিক দায়িত্ব পালনে কখনো পিছ পা হবো না।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ‘ড. এম এ ওয়াজেদ মিয়া, বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জড়িতদের বিচারের জন্য কমিশন গঠন করে জিয়া, মোশতাক শুধু নয় যারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে জড়িত ছিল তাদের চিহ্নিত করে বিচার করা জাতির নৈতিক দাবি।

তিনি বলেন, ড. এম এ ওয়াজেদ মিয়া বাংলাদেশের বরেণ্য বিজ্ঞানী ছিলেন। বঙ্গবন্ধু হত্যার সময় ওয়াজেদ মিয়া যখন বিদেশে ছিলেন তখন তাকে দেখার জন্য সে সময় বঙ্গবন্ধু কন্যা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা) সেখানে গিয়েছিলেন। সেজন্য তারা দু’বোন প্রাণে বেঁচে গিয়েছিলেন। সেই বিদেশ জীবনে একজন বিজ্ঞানী হিসেবে অনেক কষ্ট করেছেন। এ দেশে আসতে পারেননি।

সংগঠনটির সভাপতি লায়ন মো. গণি মিয়া বাবুলের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
পিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।