ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২৬, ফেব্রুয়ারি ১৩, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের পাশ থেকে শান্ত চৌধুরী (৩৩) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শান্ত চৌধুরী জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের মধ্যপাড়ার আব্দুর রউফ চৌধুরীর ছেলে।  

পুলিশ জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে রামরাইল এলাকায় রক্তাক্ত অবস্থায় এক যুবককে দেখে আতিক নামে এক যুবক ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।  

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, শান্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। মরদেহটি ময়নাতদন্তের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।