ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

২৯ বছরের চাকরির স্থানেই মিললো নিখোঁজ শিক্ষকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০২, ফেব্রুয়ারি ১৩, ২০২১
২৯ বছরের চাকরির স্থানেই মিললো নিখোঁজ শিক্ষকের মরদেহ

মুন্সিগঞ্জ: সিরাজদিখানে বিদ্যালয়ের পরিত্যক্ত টিনশেড বাসা থেকে দু’দিন ধরে নিখোঁজ শিক্ষক আব্দুর রাজ্জাকের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যেখানে মরদেহ মিলেছে সেখানে তিনি স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ২৯ বছর।

আব্দুর রাজ্জাক ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন। তার বাড়ি বরগুনা জেলার বামনা থানার হুসনিচোড়া গ্রামে। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামে তিনি পরিবার নিয়ে বসবাস করছিলেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন জানান, প্রায় ২৯ বছর ধরে তিনি এই স্কুলে চাকরি করছিলেন। স্কুলের পাশের একটি গ্রামেই থাকতেন। তিনি অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন।  

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ রিজাউল হক বলেন, দু’দিন আগে স্ত্রী ও বড় ছেলের সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যান শিক্ষক রাজ্জাক। শুক্রবার পরিত্যক্ত টিনশেড বাড়ির ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বাড়িটি স্কুলের সাবেক প্রধান শিক্ষকের ছিল। ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বড় ছেলের টাকা প্রয়োজন ছিল। যা জোগাড় করা নিয়ে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যান। আর টাকা জোগাড় করতে না পেরে এ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।