ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, ফেব্রুয়ারি ১২, ২০২১
পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২ প্রতীকী ছবি

রংপুর: রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আসাদুজ্জামান (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী ও তোফাজ্জল হোসেন (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।  

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খালাসপীর এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা  ঘটে।

 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার নবাবগঞ্জ ফায়ার সার্ভিসে কর্মরত আসাদুজ্জামান মোটরসাইকেলে করে খালাসপীর বাজার থেকে বাসায় ফিরছিলেন। পথে তিনি পথচারী তোফাজ্জল হোসেনকে (৬৫) বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে সড়কের পাশে পড়ে যান। এতে প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।  

নিহত আসাদুজ্জামান ফায়ার সার্ভিস কর্মী, তার বাড়ি খালাসপীর এলাকায় এবং পথচারীর বাড়ি পার্শ্ববর্তী পীরগঞ্জে বলে জানা যায়।  

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেষ চন্দ্র বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।