ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

পঞ্চগড়ে ছয় ইটভাটাকে ৩১ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, ফেব্রুয়ারি ১১, ২০২১
পঞ্চগড়ে ছয় ইটভাটাকে ৩১ লাখ টাকা জরিমানা

পঞ্চগড়: পঞ্চগড়ে ছয়টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩১ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর রংপুর।  

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বোদা উপজেলায় এ অভিযান চালানো হয়।

 

র‍্যাব-১৩ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ সদর দপ্তর ঢাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার।  

এ সময় পরিবেশ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মেজবাবুল আলম, সহকারী পরিচালক ফারুক হোসেন, নীলফামারী র‍্যাব-১৩ সিনিয়র এএসপি, মুন্না বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার তথ্য ছিল। এসব ভাটায় অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রমে ছয়টি ইট ভাটায় অভিযান চালিয়ে ৩১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি দুটি ভাটা ও ইট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জরিমানা করা ভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল।

ভাটাগুলোর মধ্যে বোদা উপজেলার বেংকহারি বনগ্রাম ইউনিয়নের ডিওবি সালেহ আহম্মেদ, এসআরবি, শ্যামল রায়, এলআরবি ব্রিকসের মালিক আব্দুর রহমান, এসএসবি- টু ব্রিকসের মালিক আজিজুল ইসলামকে জরিমানা করা হয়। বোদা সদর ইউনিয়নে এমএমএল ব্রিকস ৫ লাখ ও ডিবি ব্রিকসে ৬ লাখসহ মোট ছয়টি ইট ভাটায় ৩১ লাখ টাকা জরিমানা করা হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার বাংলানিউজকে জানান, জরিমানা করা ভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে অবৈধ ছয়টি ইট ভাটায় ৩১ লাখ টাকা জরিমানা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।