ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

গোপালপুরে মাথায় গাছ পড়ে ভ্যান চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, জানুয়ারি ২৯, ২০২১
গোপালপুরে মাথায় গাছ পড়ে ভ্যান চালকের মৃত্যু ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে মাথায় গাছ পড়ে মিজানুর রহমান (৩০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল লিচুতলায় এ ঘটনা ঘটে।

মিজানুর ওই ইউনিয়নের উত্তর বিলডগা গ্রামের নূরুল ইসলামের ছেলে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বাংলানিউজকে জানান, দুপুরের দিকে চতিলা বাজার থেকে ভ্যানে একজন যাত্রী উঠিয়ে গোপালপুর যাচ্ছিলেন মিজানুর। বাইশকাইল লিচু তলায় আগে থেকে কয়েকজন শ্রমিক মিলে রাস্তার পাশে একটি বেল গাছ কাটছিলেন। মিজানুর ওই গাছের নিচ দিয়ে ভ্যান চালিয়ে যাওয়ার সময় গাছটি তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।