ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

তারিক সিদ্দিক ও তার পরিবারের নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, জুলাই ১৭, ২০২৫
তারিক সিদ্দিক ও তার পরিবারের নামে মামলা তারিক আহমেদ সিদ্দিক

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ছাত্র-জনতার অভ্যুত্থানে উৎখাত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী এবং দুই মেয়ের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রত্যেকটি মামলায় আসামি করা হয়েছে তারিক আহমেদ সিদ্দিককে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক কর্তৃক ২৮ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার ২৩২ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখায় এবং তার নামীয় চারটি ব্যাংক হিসাবে মোট ৬২ কোটি ৬০ হাজার ৯৮৪ টাকা সন্দেহজনক লেনদেন করে পরবর্তীতে স্থানান্তর, হস্তান্তর বা রূপান্তর করায় অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪(৩) ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি জানান, অভিযোগ সংশ্লিষ্ট শাহিন সিদ্দিক স্বামী পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২৫ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ২১৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তার নামীয় ১১টি ব্যাংক হিসাবে সর্বমোট ৫৯ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ৩৮৭ টাকা সন্দেহজনক লেনদেন করে পরবর্তীতে স্থানান্তর, হস্তান্তর বা রূপান্তর করায় তাদের নামে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মো. আক্তার হোসেন বলেন, নুরিন তাসমিয়া সিদ্দিক পিতা (তারিক আহমেদ সিদ্দিক) পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থাকা অবস্থায় ৩ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ১৯২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখায় নুরিন তাসমিয়া সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিকের নামে তৃতীয় মামলাটি রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়া পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থাকা অবস্থায় ৪ কোটি ২ লাখ ১৭ হাজার ৮৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখায় বুশরা সিদ্দিক এবং পিতা তারিক আহমেদ সিদ্দিকের নামে চতুর্থ মামলা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এসএমএকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।