ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

বরেণ্য চারুশিল্পী সৈয়দ লুৎফুল হকের জানাজা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, জানুয়ারি ২৭, ২০২১
বরেণ্য চারুশিল্পী সৈয়দ লুৎফুল হকের জানাজা সম্পন্ন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুল হকের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বরেণ্য চারুশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুল হকের জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।



এ সময় জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, সৈয়দ লুৎফুল হক একজন গুণী মানের শিল্পী ছিলেন। আর শিল্পীর কখনও মৃত্যু হয় না। তিনি তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন।
এ সময় অন্যান্য সাংবাদিক ও মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে এদিন ভোর সাড়ে ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন সৈয়দ লুৎফুল হক। তার বয়স হয়েছিল ৭৩ বছর। নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৭ জানুয়ারি ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।