ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

শীর্ষ সন্ত্রাসী ‌‘সেভেন স্টার গ্রুপের’ ৬ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৮, জানুয়ারি ১৫, ২০২১
শীর্ষ সন্ত্রাসী ‌‘সেভেন স্টার গ্রুপের’ ৬ সদস্য আটক

ঢাকা: রাজধানীর শীর্ষ সন্ত্রাসী ‘সেভেন স্টার গ্রুপের’ সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ছয়জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, শীর্ষ সন্ত্রাসী সেভেন স্টার গ্রুপের সদস্য পরিচয়ে একটি গ্রুপ চাঁদাবাজি চালিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে আটক করা হয়।

শনিবার (১৬ জানুয়ারি) বেলা ১২ টায় ডিবি কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।