ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

বিজয় দিবসে রেড ক্রিসেন্টের শ্রদ্ধা নিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, ডিসেম্বর ১৬, ২০২০
বিজয় দিবসে রেড ক্রিসেন্টের শ্রদ্ধা নিবেদন বিজয় দিবসে রেড ক্রিসেন্টের শ্রদ্ধা নিবেদন

ঢাকা: মহান বিজয় দিবসে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে সোসাইটির পরিচালকদের নেতৃত্বে ফুল দেওয়ার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া, রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্মৃতিসৌধে আগতরা যেন স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদন করতে পারেন, সেজন্য সোসাইটির জাতীয় সদরদপ্তরের যুব সদস্যরা স্মৃতিসৌধের মূল ফটকে মাস্কবিহীন প্রবেশকারীদের মাস্ক ব্যবহার করতে উদ্বুদ্ধকরণ ও ফ্রি মাস্ক বিতরণ করেন। স্মৃতিসৌধে আগতরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, সে বিষয়ে মাইকে সার্বক্ষণিক প্রচার-প্রচারণা চালানো হয়।

বিজয় দিবস সকাল সাড়ে ৭টায় সোসাইটির মগবাজারস্থ জাতীয় সদর দপ্তরে জাতীয় এবং রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়।

এরপর সোসাইটির কর্মকর্তা ও কর্মচারী জাতীয় সদরদপ্তর চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেন।

এছাড়া, রেড ক্রিসেন্ট ঢাকা রক্তকেন্দ্র সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও হাতিরঝিল এলাকায় ভ্রাম্যমাণ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। পাশাপাশি দেশের ৬৪ জেলার ৬৮টি জেলা রেড ক্রিসেন্ট ইউনিট পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে বলেও রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
আরকেআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।