ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

মাদক সেবনের অপরাধে দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, ডিসেম্বর ১৪, ২০২০
মাদক সেবনের অপরাধে দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড  প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার মধ্য জয়রা এলাকার গরুর হাট এলাকায় মাদক সেবন করার অপরাধে দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার মধ্য জয়রা এলাকার হাবিবুর রহমান নবু মিয়ার ছেলে আমিনুল ইসলাম, আব্দুল রাজ্জাক মিয়ার ছেলে আমিনুর ইসলাম।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই যুবককে মধ্য জয়রা এলাকার গরুর হাট এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।