ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

বোরহানউদ্দিনে ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, ডিসেম্বর ১৪, ২০২০
বোরহানউদ্দিনে ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে ছাদ থেকে পড়ে আজাদ হাওলাদার (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

সোমবার (১৪ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজাদ চরডোস গ্রামের মৃত বজলু হাওলাদের ছেলে। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল আমিন জানান, সকালে আজাদ নিজের নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।  
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।