ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

নাটোরে ট্রেনে কাটা এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৩, ডিসেম্বর ১৩, ২০২০
নাটোরে ট্রেনে কাটা এক ব্যক্তির মৃত্যু প্রতীকী ছবি

নাটোর: নাটোর রেলওয়ে স্টেশন প্লাটফরমে মালবাহী ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার  (১৩ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার সময় রেলওয়ে স্টেশন প্লাটফরমের দক্ষিণ পাশের ডাবতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন।

নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকাল পৌনে ৯টার সময় পারবর্তীপুর থেকে খুলনাগামী মালবাহী ট্রেনটি (মালগাড়ি) নাটোর স্টেশন প্লাটফরম অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন।  

বিষয়টি তাৎক্ষণিক সান্তাহার রেলওয়ে থানাকে জানানো হলে তারা ঘটনাস্থলের উদ্দিশে রওনা হয়েছেন। নিহত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তাকে বেশ কিছু দিন ধরে স্টেশন এলাকায় চলাফেরা করতে দেখা গেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।