ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

জাতীয়

পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০১, ডিসেম্বর ১৩, ২০২০
পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় হরিপদ রায় ওরফে হরিপদ মাস্টার (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার সারপুকুর চৌপথি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হরিপদ মাস্টার কালীগঞ্জ উপজেলার চাকলা সোনারহাট এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আদিতমারী উপজেলার সারপুকুর চওড়াটারী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিবেশী স্কুল শিক্ষক মানজিদ কুমারের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন হরিপদ মাস্টার। সারপুকুরে চৌপথি মোড় এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা ভোটমারীগামী একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুই শিক্ষক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হরিপদ মাস্টারকে মৃত ঘোষণা করেন। আর আহত মানজিদ কুমার মাস্টারকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গুলফামুল হক মণ্ডল বাংলানিউজকে বলেন, ঘাতক পিকাআপ ভ্যানটিকে আটক করা হলেও চালক পালিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।