ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, ডিসেম্বর ১২, ২০২০
বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে মাদকের টাকার জন্য অতিষ্ঠ হয়ে অবশেষে স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় ছেলে আনোয়ার হোসেনকে (২২) পুলিশের ধরিয়ে দিলেন মা। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের দণ্ড দিয়ে জেলহাজতে পাঠায়।

শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদেরচর গ্রামে এ ঘটনা ঘটে। আনোয়ার বিনোদরচর গ্রামের রুহুল আমিনের ছেলে।

মা মনোয়ারা বেগম বাংলানিউজকে জানান, মাদকের টাকার জন্য দীর্ঘদিন ধরে তাকে চাপ দিত আনোয়ার। টাকা না দিলেই ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ভেঙে ফেলত। শনিবার সকাল থেকেই টাকার জন্য চাপ দিতে থাকে। টাকা না দেওয়ায় ঘরের আসবাবপত্র সমস্ত ভাঙতে শুরু করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।
পরে খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদকাসক্ত আনোয়ার হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জামালপুর জেলহাজতে পাঠায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।