ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীতে মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতার ৪৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, ডিসেম্বর ১২, ২০২০
রাজধানীতে মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতার ৪৩ প্রতীকী ছবি

ঢাকা: মাদক বিক্রি ও সেবনের দায়ে রাজধানীতে অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১১ ডিসেম্বর) ভোর থেকে শনিবার (১২ ডিসেম্বর) ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করে পুলিশ।

শনিবার (১২ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত। অভিযানে তাদের কাছ থেকে ২ হাজার ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬০ গ্রাম হেরোইন, ৭০০ গ্রাম ১৫ পুরিয়া গাঁজা, ৪ ক্যান বিয়ার ও ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
এসজেএ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।