ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে ট্রাক্টর খাদে পড়ে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, ডিসেম্বর ১২, ২০২০
মেহেরপুরে ট্রাক্টর খাদে পড়ে চালক নিহত প্রতীকী

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার গজাড়ি হেমায়েতপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালোইঞ্জিন চালিত একটি ট্রাক্টর খাদে পড়ে চালক রুহুল আমিন (৪৫) নিহত হয়েছেন।  

শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গাংনী-হাটবোয়ালীয়া সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল একই উপজেলার শিশিরপাড়া গ্রামের বসতিপাড়া এলাকার মৃত ইসারত আলীর ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বাংলানিউজকে জানান, গাংনী থেকে হাটবোয়ালীয়ার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাক্টর চালক রুহুল। নিহতের মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়েছেন পরিবারের লোকজন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।