ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, ডিসেম্বর ১১, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তি দাবি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তিসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম নামের একটি সংগঠন।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক অহিদুল ইসলাম তুষারের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা শামসুল আলম, আব্দুন নূর, কাবুল মিয়া, মাসুদ আহমেদ ও সঞ্চিত দাস প্রমুখ।  

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে আঘাত করা হয়েছে। মুক্তিযুদ্ধকে আঘাত করা হয়েছে। আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা এ আঘাতের দাঁতভাঙা জবাব দেবো। আপনারা জানেন প্রতিনিয়ত একটি চক্র মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করছে। আর সেই থেকে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা করা হচ্ছে। মুক্তিযোদ্ধার জমি দখল করা হচ্ছে যা কখনই আমরা মেনে নেবো না।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
টিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।