ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

কক্সবাজারে সাঁকো থেকে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫২, ডিসেম্বর ১১, ২০২০
কক্সবাজারে সাঁকো থেকে পড়ে শিশুর মৃত্যু

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার পোকখালীতে সাঁকো থেকে পানিতে পড়ে মো. আবির (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আবির পোকখালী উত্তরপাড়ার হারুন সওদাগরের ছেলে।

পানিতে নিখোঁজের ৯ ঘণ্টা পর শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ফুলছড়ি নদী থেকে ওই শিশুর উদ্ধার করা হয়।

শিশুর স্বজনরা জানান, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে সাঁকো পাড় হওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে যায় আবির৷ তাৎক্ষণিকভাবে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা যায়নি। নিখোঁজের প্রায় ৯ ঘণ্টা পর তাকে খালের পানিতে ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।