ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া আরো ২ বন্দি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩০, ডিসেম্বর ১০, ২০২০
যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া আরো ২ বন্দি উদ্ধার শিশু উন্নয়ন কেন্দ্র।

যশোর: যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া আরো দুই বন্দিকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে পালিয়ে যাওয়া ৮ জনের মধ্যে থেকে ৭ জনকে উদ্ধার করা হলো।

 

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন বাংলানিউজকে বলেন, গত মঙ্গলবার রাত ১০টার দিকে খুলনার সোহাগ শেখকে তারা উদ্ধার করেছেন। বরিশালের মাইনুর রহমান শাকিব পালিয়ে যাওয়ার পর তার স্বজনেরা সেখানকার আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমপর্ণ করান। এই খবর পেয়ে তারা আইনি প্রক্রিয়ায় শাকিবকে শিশু উন্নয়ন কেন্দ্রে ফিরিয়ে এনেছেন। এ নিয়ে পালিয়ে যাওয়া ৮ জনের মধ্যে ৭ জনকে উদ্ধার করা হয়েছে। পলাতক থাকা গোপালগঞ্জের শাহ আলমকেও উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।  

জানা যায়, গত ৬ ডিসেম্বর রাতে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ৮ বন্দি কিশোর পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০

ইউজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।