ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, ডিসেম্বর ৯, ২০২০
আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় খোকন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এর আগে, সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত খোকন বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চারখালের আশরাফ আলীর ছেলে। তিনি গাজীপুরের কাশিমপুর এলাকায় বাসা ভাড়া থেকে ঠিকাদারের কাজ করতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বাংলানিউজকে জানায়, সকালে খোকন কাজের জন্য মোটরসাইকেলে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।