ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

উড়িষ্যার উপকূলে ১৯ বাংলাদেশি জেলে উদ্ধার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৪, ডিসেম্বর ৯, ২০২০
উড়িষ্যার উপকূলে ১৯ বাংলাদেশি জেলে উদ্ধার

ঢাকা: উড়িষ্যার পারাদ্বীপ উপকূল থেকে ১৯ বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত। বুধবার (৯ ডিসেম্বর) ভারতের কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশি জেলেদের একটি নৌকা ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর ১০ দিন সমুদ্রে ভাসছিল। নৌকাটি সমুদ্রে ভাসতে ভাসতে উড়িষ্যার পারাদ্বীপ উপকূল পৌঁছায়। পরে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ বরদ বিপর্যস্ত বাংলাদেশি নৌকা থেকে ১৯ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে।

এদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশন কোস্টগার্ডের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সমুদ্রসীমায় নিকটতম প্রতিবেশী এবং বিপদের বন্ধু প্রথম সাড়া দানকারী হিসেবে বাংলাদেশিদের উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
টিআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।