ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জ কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৩, ডিসেম্বর ৮, ২০২০
হবিগঞ্জ কারাগারে যুবলীগ নেতার মৃত্যু ...

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা কারাগারে কবির আনসারী (৫০) নামে একজন হাজতীর মৃত্যু হয়েছে। তিনি জেলা যুবলীগের সাবেক নেতা।

একটি চেক ডিজঅনার মামলায় কারাগারে ছিলেন।

সোমবার (০৭ ডিসেম্বর) রাতে হবিগঞ্জ আড়াইশ’ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে কবিরকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার বাসিন্দা ছিলেন।

কারা কর্তৃপক্ষ বাংলানিউজকে জানিয়েছে, গত জুলাইয়ে একটি চেক ডিজঅনার মামলায় আদালত থেকে কবির আনসারীকে কারাগারে পাঠানো হয়। সোমবার রাত দশটায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর হবিগঞ্জ আড়াইশ’ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে সেখানেই মৃত্যু হয়েছে।

হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. আবিদুর রেজা বাংলানিউজকে জানান, কবির আনসারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।
হবিগঞ্জ জেলা যুবলীগের একজন নেতা জানিয়েছেন, কবির আনসারী সদর উপজেলা যুবলীগের সাবেক কমিটির সহ-সভাপতি ছিলেন।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।