ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, ডিসেম্বর ৭, ২০২০
ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন মানববন্ধন

কুষ্টিয়া:  কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (০৭ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে “প্রগতিশীল রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কুষ্টিয়ার ব্যানারে” এ মানববন্ধন সমাবেশ হয়।

 

বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বুলবুলের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে কুষ্টিয়ার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

এসময় বক্তারা বলেন, দেশব্যাপী মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি দেশব্যাপী মূর্তি ধ্বংসের ধোয়া তুলে আবহমানকালের বাঙালি শিল্প, সংস্কৃতির ঐতিহ্য ভাস্কর্য শিল্পকে গ্রাস করার পাঁয়তারা করছে।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।