ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

নীলফামারীতে ঘন কুয়াশার সঙ্গে ঝরছে পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৮, ডিসেম্বর ৭, ২০২০
নীলফামারীতে ঘন কুয়াশার সঙ্গে ঝরছে পানি নীলফামারীতে ঘন কুয়াশার সাথে ঝরছে পানি। ছবি: বাংলানিউজ

নীলফামারী: গোটা নীলফামারী জেলায় ঘন কুয়াশার সঙ্গে তীব্র শীত বয়ে চলেছে। সেই সাথে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে।

ফলে দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা শীতে কাহিল হয়ে পড়েছেন।

সোমবার (৭ ডিসেম্বর) ভোর থেকে এই পরিস্থিতি বিরাজ করছে।

জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সদর ও সৈয়দপুরে মানুষ শীতের তীব্রতায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন। তিস্তা ও নদী অববাহিকায় কুয়াশায় পাঁচ ফুট দুরত্বেও দেখা যাচ্ছে না কোন কিছু। আঞ্চলিক ও মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বাংলানিউজকে জানান, সকালে সর্বোচ্চ তাপমাত্রা ১৬ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সারাদিনই ঘন কুয়াশা, শীত ও হিমেল হাওয়া অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ