ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

করোনায় সকালে চির বিদায় স্ত্রীর, বিকেলে চলে গেলেন স্বামীও    

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, ডিসেম্বর ৬, ২০২০
করোনায় সকালে চির বিদায় স্ত্রীর, বিকেলে চলে গেলেন স্বামীও
 
 

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনেই মারা গেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রাক্তন মহাপরিচালক অধ্যাপক মো. নাজিম উদ্দিন এবং তার স্ত্রী ও ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ জুলেখা খাতুন।
 
রোববার (০৬ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলেখা খাতুন মারা যান।

এরপর বিকেলে মৃত্যু হয় নাজিম উদ্দিনের।
 
শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা জানান, জুলেখা খাতুন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান তিনি। তখন থেকেই নাজিম উদ্দিন লাইফ সাপোর্টে ছিলেন।
 
লাইফ সাপোর্ট থাকা অবস্থায় বিকেল ৫টার দিকে নাজিম উদ্দিনও মারা যান। ২০০৭ সালে মাউশির মহাপরিচালক ছিলেন নাজিম উদ্দিন।
 
তারা দু’জনই অবসর জীবন-যাবন করছিলেন বলে জানা যায়। এ দুই শিক্ষাবিদের  মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষাবিদদের মধ্যে।  

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সভাপতি ও সরকারি কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার তাদের মৃত্যুর তথ্য দিয়ে দোয়া চেয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।