ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ধামরাইয়ে ধর্ষণের অভিযোগে কাজী গ্রেফতার

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, ডিসেম্বর ৩, ২০২০
ধামরাইয়ে ধর্ষণের অভিযোগে কাজী গ্রেফতার অভিযুক্ত ইউসুফ আলী

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী (৪৫) নামের এক বিবাহ রেজিস্ট্রারকে (কাজী) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান।

 

গ্রেফতার ইউসুফ নেত্রকোনা জেলার পূর্বধলা থানার হাপানিয়া গ্রামের লাল মাহমুদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ধামরাই এলাকায় বিবাহ রেজিস্ট্রারের কাজ করেন।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান বাংলানিউজকে জানান, অভিযুক্ত ইউসূফ বিয়ের কাবিন বাড়িয়ে দেওয়ার কথা বলে এক গৃহবধুকে ধর্ষণ করেছে এমন একটি অভিযোগে মামলার ভিত্তিতে তাকে ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৪ ডিসেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।