ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, ডিসেম্বর ৩, ২০২০
‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতা

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ১০০ দিনব্যাপী দেশের সর্ববৃহৎ অনলাইনভিত্তিক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতা চলছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) কুইজ হলো: শেখ মুজিবুর রহমান তখন সপ্তম শ্রেণির ছাত্র।

তিনি খেলাধুলা করতেন, গান করতেন এবং ব্রতচারী ছিলেন। হঠাৎ বেরিবেরি রোগে আক্রান্ত হয়ে তার হার্ট দুর্বল হয়ে পড়ে। বাবা শেখ লুৎফর রহমানের সঙ্গে কলকাতায় যান চিকিৎসা করাতে। কলকাতার বড়বড় ডাক্তার শিবপদ ভট্টাচার্য, এ কে রায় চৌধুরীসহ আরও অনেককেই দেখান এবং চিকিৎসা চলতে থাকে। এভাবে প্রায় দুই বছর চিকিৎসা চলে।

প্রশ্ন: কত সালে শেখ মুজিব বেরিবেরি রোগে আক্রান্ত হন?

-১৯৩৪ সালে

-১৯৪৩ সালে

-১৯৩২ সালে

-১৯৩৫ সালে

এর আগে বুধবার (২ ডিসেম্বর) কুইজে অংশ নিয়েছেন ৬৫ হাজার ৮৯৩ জন প্রতিযোগী এবং তাদের মধ্যে স্মার্টফোন বিজয়ী সৌভাগ্যবান পাঁচজন হলেন: নয়ন দাস, মো. কামরুজ্জামান, আবদুল আওয়াল, বিলে রায় এবং নাসিফ আহমেদ। স্মার্টফোন বিজয়ী পাঁচজনসহ ১০০ জিবি মোবাইল ডেটা বিজয়ী ১০০ জনের ছবিযুক্ত নামের তালিকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ওয়েবসাইট https://mujib100.gov.bd অথবা https://quiz.priyo.com থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ডিসেস্বর ০৩, ২০২০
ডিএন/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।