ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

ধামরাই পৌর নির্বাচনে ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র জমা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৪, ডিসেম্বর ২, ২০২০
ধামরাই পৌর নির্বাচনে ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র জমা মনোনয়নপত্র জমা দিচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম কবির মোল্লা

ধামরাই (ঢাকা): আসন্ন পৌরসভা নির্বাচনে ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগ, বিএনপিসহ চার মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে ধামরাই উপজেলা নির্বাচন কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা নেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বর্তমান মেয়র গোলাম কবির মোল্লা, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী দলের পৌর কমিটির সভাপতি ও সাবেক মেয়র দেওয়ান নাজিমুদ্দিন মঞ্জু, বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বেচ্ছাসেবক দলের নেতা আতিকুর রহমান আতিক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ শওকত আলী।  

ধামরাই পৌর এলাকার আয়তন ছয় দশমিক বর্গ কিলোমিটার। এ পৌরসভার নয়টি ওয়ার্ডে ৪১ হাজার ১৭৯ জন ভোটারের বসবাস।

গত ২২ নভেম্বর সারাদেশের ২৫টি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী ধামরাই পৌরসভাসহ ২৫ পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে। এর জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামী ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার আগামী ১০ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।