ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

কালিয়াকৈরে বাসাবাড়িতে আগুন, ১৭ কক্ষ পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২২, ডিসেম্বর ১, ২০২০
কালিয়াকৈরে বাসাবাড়িতে আগুন, ১৭ কক্ষ পুড়ে ছাই

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় বাসাবাড়িতে আগুন লেগে ১৭টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।  

মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।  

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম বাংলানিউজকে জানান, সন্ধ্যা ৭টার দিকে পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় আবুল হোসেনের বাসাবাড়িতে আগুন লাগে। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে আগুনে বাসাবাড়ির ১৭টি কক্ষ ও এর আসবাবপত্র পুড়ে ছাই যায়। গ্যাস লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০ 
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।