ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার তিন কৃতি সন্তানের স্মরণে শোক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, ডিসেম্বর ১, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ার তিন কৃতি সন্তানের স্মরণে শোক সভা শোক সভা। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার তিন কৃতি সন্তান দেশ বরেণ্য সাংবাদিক, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান, নাট্যজন আলী জাকের ও সঙ্গীতজ্ঞ ওস্তাদ শাহদাৎ হোসেন খানের প্রয়াণে শোক সভার আয়োজন করা হয়েছে।  

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পাঠাগারের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।  

কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ওসমান গণি সজিব, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, নারী সংগঠক নন্দিতা গোহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, তিন কৃতি সন্তান দেশে-বিদেশে ব্রাহ্মণবাড়িয়ার নামকে উপস্থাপন করেছেন। তাদের কখনো ভোলা যাবে না। তারা ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ও মুক্তিযুদ্ধের চেতনাকে মনে প্রাণে লালন করেছেন।  

তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করা হয়।
 
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।