ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মাহবুবুল ইসলাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, ডিসেম্বর ১, ২০২০
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মাহবুবুল ইসলাম

ঢাকা: সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল ইসলামকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।  

এ সেনা কর্মকর্তাকে প্রেষণে চেয়ারম্যান নিয়োগ দিতে তার চাকরি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার (১ ডিসেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পৃথক আদেশে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল কাইয়ুম মোল্লাকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিতে তার চাকরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া বিইউপির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল ই এম আজিজুল কাহহারকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।