ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

চাটখিলে ভেসাল জাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৪, নভেম্বর ১৮, ২০২০
চাটখিলে ভেসাল জাল থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে রবিউল হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নিজের মাছ ধরার ভেসাল জালের পাশে খালের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

 

রবিউল হোসেন উপজেলার ফাওড়া গ্রামের রহিম উদ্দিন মোল্লাবাড়ীর গিয়াস উদ্দিনের ছেলে।
 
স্থানীয়রা জানায়, সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী খালে নিজের মাছ ধরার ভেসাল জাল দেখতে যায় রবিউল। এরপর রাতে আর ফিরে আসেনি। মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন খালের মধ্যে ভেসাল জালের সঙ্গে লেগে থাকা অবস্থায় রবিউলের মরদেহ দেখতে পেয়ে তার পরিবারের লোকজনকে খবর দেয়।

পরিবারের লোকজন রবিউলের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।