ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

যশোর জেলা জাপার সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন

সিনিয়র করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, নভেম্বর ১৭, ২০২০
যশোর জেলা জাপার সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন

ঢাকা: যশোর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেছে জাতীয় পার্টি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এক আদেশে দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এবং পার্টির সংগ্রামী মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সুপারিশে মো. আজিজুর রহমানকে আহ্বায়ক এবং মুফতি নুরুল আমিন, আলতাফ হোসেন রাজিব, মিনহাজুল আরেফিন, হাকিম মুফতি ফিরোজ শাহ, মো. নজরুল ইসলাম ও আব্দুল হালিমকে যুগ্ম-আহ্বায়ক করে জাতীয় পার্টি, যশোর জেলা শাখার ৪১ (একচল্লিশ) সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০ 
এসএমএকে/এমজএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।