ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

দেলদুয়ারে ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, নভেম্বর ১৭, ২০২০
দেলদুয়ারে ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ারে আনিসুর রহমান (৫০) নামের এক ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার লাউহাটী ইউনিয়নের পাচুরিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আনিসুর ওই ইউনিয়নের হেড়ন্ডপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে। তিনি লাউহাটী বাজারে ক্লিনিকের ব্যবসা করতেন এবং পল্লী বিদ্যুতের সাবেক এলাকা পরিচালক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) রাত আটটায় আনিসুর বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার বিকেলে ধলেশ্বরী নদীর খালের পাড়ে বস্তার ভেতর মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

দেলদুয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, মরদেহের গলা কাটা ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।