ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

রাজিয়া নাসেরের দাফন সম্পন্ন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, নভেম্বর ১৭, ২০২০
রাজিয়া নাসেরের দাফন সম্পন্ন  রাজিয়া নাসের

ঢাকা: রাজধানীর বনানী কবরস্থানে স্বামীসহ ১৫ আগস্টের অন্য শহীদদের পাশে চির নিদ্রায় শায়িত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি বেগম রাজিয়া নাসের (৮৬)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাদ জোহর বনানী কবরস্থানে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টা ৫০মিনিটে রাজিয়া নাসের রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বাধ্যর্কজনিত কারণে মারা যান (ইন্নালিল্লাহি .... রাজিউন)। গত ৩ নভেম্বর থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

** প্রধানমন্ত্রীর চাচি রাজিয়া নাসের আর নেই

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
এমইউএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।