ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

বোদায় ভ্রাম্যমাণ আদালতে ১০ রেস্টুরেন্টকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, নভেম্বর ১৭, ২০২০
বোদায় ভ্রাম্যমাণ আদালতে ১০ রেস্টুরেন্টকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় নোংরা পরিবেশ ও মানসম্মত খাবার না থাকায় ১০ হোটেল ও রেস্টুরেন্টকে ১৪ হাজার ৭শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন হোটেলে ও রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সলেমান আলী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনার এই সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ আসে। এরই পরিপ্রেক্ষিতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে ১০টি হোটেল ও রেস্টুরেন্টকে মোট ১৪ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়।

ইউএনও সলেমান আলী বাংলানিউজকে জানান, এসময় ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষকে করোনার বিষয়ে সচেতন করা হয়। এবং সর্বসাধারণকে সচেতন করতে সকাল থেকে মাইকিং করা হয় উপজেলায়।  

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।