ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

মাস্ক না পরায় খাগড়াছড়িতে ১৮৯ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, নভেম্বর ১৭, ২০২০
মাস্ক না পরায় খাগড়াছড়িতে ১৮৯ জনকে জরিমানা

খাগড়াছড়ি: মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে খাগড়াছড়িতে ১শ ৮৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত।  

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।



খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান এখনো চলছে।

প্রাপ্ততথ্য মতে, সকাল থেকে জেলাজুড়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক না পরার অপরাধে খাগড়াছড়ি জেলা সদরে ৪২ জন, পানছড়িতে ১৫ জন, মানিকছড়িতে ২০ জন, মাটিরাঙায় ২০ জন, রামগড়ে ২৮ জন, গুইমারায় ১৮ জন, লক্ষ্মীছড়িতে ১১ জন, মহালছঢ়িতে ১৯ জন ও দীঘিনালায় ১৬ জনকে জরিমানা করা হয়েছে।  

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের জানান, করোনায় স্বাস্থ্য লংঘন করলে প্রশাসন আরও কঠোর ব্যবস্থা নেবে।

তিনি মাস্ক ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।